IQNA

বোমা হামলার কয়েক ঘণ্টা পর গাজার আল-মুআমদানি হাসপাতাল | ছবি 

15:09 - October 18, 2023
সংবাদ: 3474525
গাজা (ইকনা): ফিলিস্তিনের আল-মুআমদানি হাসপাতালে বোমা হামলার পর তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস) মঙ্গলবার সন্ধ্যায় আল-মুআমদানি হাসপাতালে বোমা হামলায় ইহুদিবাদী সরকারের অপরাধের প্রতিক্রিয়ায় ঘোষণা করে এই অপরাধ একটি গণহত্যা বলে অভিহিত করেছেন।
জঘন্য অপরাধে, ইহুদিবাদী শাসক গত ১৭ই অক্টোবর রাতে গাজার আল-মুআমদানি হাসপাতালে বোমা হামলা চালায়। এই নৃশংস হামলার আগে, ইহুদিবাদী শাসকগোষ্ঠীর কর্তৃপক্ষ এই শিশু-হত্যাকারী সরকারের আক্রমণ থেকে নিরাপদে থাকার জন্য জনগণকে হাসপাতালে আশ্রয় নিতে বলেছিল।
 
এই হাসপাতালে হামলা ঠিক তখনই চালানো হয়েছে, যখন ফিলিস্তিনের অরক্ষিত শিশু ও নারীগণ এই হাসপাতালের অভ্যান্তরে আশ্রয় নিয়েছিল। 
 
গাজায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদারা ঘোষণা করেছেন যে আল-মুআমদানি হাসপাতালে বোমা হামলার ফলে ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।
নীচে, আল-মুআমদানি হাসপাতালে বোমা হামলার হৃদয়বিদারক ছবি দেখতে পাবেন:
 
 
ا

 

captcha